মোঃ মহিদুল ইসলাম (চৌগাছা) যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুরে গ্রামের মোঃ হায়দার আলীর বাড়ির কুল গাছে থাকা একটি পরগাছায় বিরল প্রজাতির এক ফুলের সন্ধান পাওয়া গেছে।
সরেজমিন বড়খানপুর ঐ বাড়িতে যেয়ে দেখা যায় বিভিন্ন অঞ্চাল থেকে নারী ও পুরুষ এসেছে এই ফুল দেখতে।
এ প্রতিবেদক কে হায়দার আলীর স্ত্রী রুসিয়া বেগম জানান, বেশ কয়েক বছর আগে আমি এই গাছটি এনে বাড়ির উঠানে থাকা কুলগাছে রেখে দিই।
কুল গাছে বড় হতে থাকে এই গাছটি, গত বছর হঠাৎ একটা ফুল ফোটে এই গাছে।
এই ফুল শুধু মাত্র রাতের বেলায় ফোটে এবং দুই ঘন্টার মধ্যে আবার বন্ধ হয়ে যায়।
তবে এই বিরল প্রজাতির ফুলটি প্রতি বছর একবারই ফোটে।
আজ রাত সাড়ে ৮টার সময় এই গাছে একটি ভিন্ন প্রজাতির বিরল ফুল ফুটতে দেখা যায়।
রুসিয়া বেগম তিনি আরো বলেন, এই গাছটিতে এখনও আরো একটি ফুল আজ ফুটতে পারে।
date sites
free single chat