সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নাছির উদ্দিন (৪৮) নামের এক পথচারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার শীতলপুরের বগুলাবাজার এলাকায় এদূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহতবস্থায় এলাকাবাসী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব বলেন, সড়ক দূর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে শুনেছি তবে ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও লাশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে প্রাইভেট কারটি এবং নিহত ব্যক্তি ঐ এলাকার তাই এলাকাবাসী বিষয়টি মিমাংসা করেছে।
নিহত নাছির শীতলপুর এলাকার আমিনুল হকের পুত্র।