জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আব্বাস নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের টাবুরচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়ারা জানায়, টাবুরচর গ্রামের শাবেল আলীর ছেলে কৃষক আব্বাস আলী (৪২) মাঠে কাজ করতে ছিলো। এ সময় হঠাৎ তার উপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী পরে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। কৃষক আব্বাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মেহেদী হাসান/ জামালপুর