থমকে যাওয়া মেঘের ভেলা
************************
তাহামিদা খাতুন আখী
আসীম আকাশে থমকে যাওয়া
মেঘের ভেলায় এক ঝাক পাখী
উড়ে যাওযায ও কিছু পরিবর্তণ হয না।
বন্ধ আকাশ মনে হয় আকাশের
দিকে তাকালেই।
আমি অন্ধকারকে ভালোবেসেছি।
এখানকার আকাশে চাঁদ নেই,
নেই কোন তারা, এখানে সূর্য উঠেনা,
আলোকিত হয়না আকাশ।
দেখা যায না কোন পাখীর চলাচল,
শুধু অন্ধকার আর অন্ধকার,
এখানে হঠাৎ এক চিলকে রদ্রু
এলেই মনে হয় অনেক আলো,
মাঝে মাঝে অন্ধকারের মাঝে
অন্ধকার হয়ে মিশে যেতে মনে চায়,
যেন কেউ খুজে না পায় আমায়।