০৪/০৪/১৯খ্রিঃ তারিখ ফরিদগঞ্জ থানার এসআই উনুমং মার্মা,এসআই কাজী মোঃ জাকারিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ০১/আলমগীর হোসেন,পিতা-বাদশা মিয়া,সাং-বিশকাটালি,থানা-ফরিদগঞ্জ ,জেলা-চাঁদপুরকে ১০(দশ)পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।