মোঃ মহিদুল ইসলাম (চৌগাছা প্রতিনিধি): যশোরের চৌগাছা থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ আসামিকে আটক করেছে ।চৌগাছা থানা পুলিশের একের পর এক সফল অভিযান, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা, যে কোন অপরাধী কে সহজে আটক, সব মিলে চৌগাছা থানা পুলিশ সাধারন মানুষের কাছে এক আস্থার প্রতিক হয়ে দাড়িয়েছে। বুধবার রাতে চৌগাছা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ জন কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কাবিলপুর গ্রামের মহাসিন আলীর ছেলে সজিব হোসেন (২৫),মৃত আবুল হোসেনের ছেলে নুরমহম্মদ (৬২), মৃত আলী বকসের ছেলে আব্দুর রহিম (৫০), আহম্মদ আলীর ছেলে ইব্রাহিম (৩৫), মৃত আবুল হোসেনের ছেলে মহাসিন (৪০), মৃত মকছেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৫)। গ্রেফতারকৃতরা সবাই একটি মারামারি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। চৌগাছা থানায় মামলা নং জিআর ১১৩/১৬।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বৃহস্পতিবার (২৮ মার্চ) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
free local dates
online free dating service