সাইফুল খান, সোনারগাঁও: আগামী ৩১শে মার্চ অনুষ্ঠিত হবে সোনারগাঁও উপজেলা পরিষদের নির্বাচন।আর নির্বাচন উপলক্ষ্যে নেতাকর্মীরা নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম জনি নিজের অর্থায়নে রবিবার (২৪ শে মার্চ) এলাহি নগর ঈদগাহ বাজারে নৌকার ক্যাম্পের উদ্বোধন করেন।নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। একান্ত সাক্ষাৎকারে
তিনি আমাদের প্রতিনিধিকে জানান, আমরা সোনারগাঁবাসী দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ থেকে বঞ্চিত।উপজেলা নির্বাচনে আমরা যেকোন কিছুর বিনিময়ে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করব।আর সেই লক্ষ্যে এই ক্যাম্পের উদ্বোধন করা হলো। তিনি বলেন, শম্ভুপুরা যুবলীগ হচ্ছে ঐক্যবদ্ধ ও সংগঠিত একটি দল। আমরা নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে কাজ করছি।