আজ চাঁদপুর এর, ফরিদগঞ্জ থানার রূপসা বাজার এর প্রধান সড়কের বৃষ্টির জমাট বাঁধা পানির কারণে তৈরী হয় কাদা পানির, সৃষ্টি হয় চরম দূর্ভোগের। এই পথে প্রতিদিন এলাকার স্বুল, কলেজ এবং মাদ্রাসার হাজার খানেকেরও বেশী শিক্ষার্থী চলাচল করে এবং এলাকার প্রধান সড়ক হওয়ার কারনে চলাচল করে অসংখ্য যানবাহন। তাই জনসাধারনের চরম দূর্ভোগ লাঘবের প্রয়াসে- কাদা মাটি, সৃষ্ট পানি এবং ময়লা অপসরনে নিজ উদ্যোগে নেমে পরেন রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জনাব ফারুক খান, নিজে, তার সহযোগী এবং এলাকার মানুষ জন নিয়ে দলমত নির্বিশেষে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে।
তিনি সকলকে আহবান যানান, সকলে মিলেমিশে রূপসা বাজার এবং এলাকার সার্বিক উন্নয়নে অংশিদার হওয়ার।