সাইফুল খান: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলার ভোটারদের নজর কেড়েছে ভাইস চেয়ারম্যান পদ-প্রার্থী সাংবাদিক শাহ জালাল। সকলের দোয়া ও ভালোবাসায় প্রতিনিয়ত প্রচারে এগিয়ে আছেন তিনি।
তরুন মেধাবি সাংবাদিক শাহ জালাল সকল মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে, ইতিমধ্যে তার সব জায়গায় ভালো প্রশংসা শোনা যাচ্ছে ৷ মাদক ও নেশা মুক্ত হওয়ায় সবার মনে যায়গা করেছে এই তরুন সাংবাদিক শাহ জালাল।
সাংবাদিক শাহ জালাল এবারে ভাইস চেয়ারম্যান পদে বই মার্কা নিয়ে নির্বাচন করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ৷
এদিকে তার আরো ৫ জন নিকটতম প্রতিদ্বন্দি রয়েছেন তবে তাদের তুলনায় অনেক যোগ্য ও সৎ ভালো প্রার্থী বলে দাবী করছেন এলাকার সাধারন জনগন ৷
পিরোজপুর ইউনিয়নের এক যুবকের সাথে কথা বললে তিনি আমাদের প্রতিনিধিকে বলেন, শাহা জালাল ভাই এর মতো আর কোন যোগ্য প্রার্থী নাই আমি সহ আমার পরিবারের ৭ টি ভোট শাহা জালাল ভাইকে দেব।এদিকে পিরোজপুর ইউনিয়নের সেলিম নামের এক ব্যক্তি বলেন শাহ জালাল এবারে প্রচুর ভোটে জয়লাভ করবে ৷
তরুন এই মেধাবীর জয় কামনা করছেন সোনারগাঁও উপজেলাবাসী এরকম তরুন নেতা সমাজের কাজে এগিয়ে আসুক এমন কামনা সাধারন ভোটারদের।
সাংবাদিক শাহজালাল বলেন,ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে সোনারগাঁ উপজেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবো।এছাড়াও মাদক, সন্ত্রাসমুক্ত বাসযোগ্য সোনারগাঁও উপহার দিব।