আরিফ ইসলাম।
মনের আকাশে আজ জমেছে মেঘ,
প্রয়োজন একটা বর্ষণ।
বিদ্রোহ ঘোষনা করেছে নয়ন
ছাড়বেনা সে একফোটা জল।
অনাবৃষ্টিতে হৃদয় ফেটে চৌচির,
দেহের ভেতর চলছে রক্তের মিছিল।
ঘটতে পারে বজ্রপাত,
যে কোন মুহুূর্তে মস্তিষ্কেকে
করে দিতে পারে অচল।
দূর্বল হয়ে পড়েছে প্রতিটি কোষ
নিস্তেজ হয়ে যাচ্ছে দেহ।
হৃদ শিরাগুলো বন্ধ করে দিচ্ছে
তাদের দ্বার,
স্পন্দন তারা চায়না আর।
ভাবছি তবে অবশেষে
সময় হলো কি চলে যাবার?