ভালোবাসারা বেঁচে থাক
***********************
তাহামিদা খাতুন ( আঁখি)
ভালোবাসারা বেঁচে থাক সবসময়,
কারো চোখের জলের সাথে,
কারো গল্পে,কারো আবার কবিতায়,
ভালোবাসারা বেঁচে থাক
কারো স্মৃতিতে কারো
অনুভুতিতে কারো আবার
কল্পনাতে।
ভালোবাসারা বেঁচে থাক সবসময়।
ভালোবাসারা বেঁচে থাক কারো করো পাগলামিতে, নেশতেও
আবার কারো কারো হৃদয় সর্ব
ক্ষণ পোড়াতে,
ভালোবাসারা বেঁচে থাকে নিন্দতেও।
থাক ভালোবাসারাই বেঁচে থাক।
আজ আমার এই গানটা গাইতে
খুব ইচ্ছা করছে ————–
প্রেমের কি স্বাদ আছে বলো
নিন্দার কাঁটা যদি না বিধিলো গায়ে ,
প্রেমের কি স্বাদ আছে বলো।।