” ফেসবুক,,
মোঃ মহিদুল ইসলাম
———————-
হে প্রিয় ফেসবুক,
তোমার কারনে আমার সংসারে হারিয়েছি সুখ।।
তোমায় দিতে গিয়ে সময়,
রাত্রে না ঘুমায়ে এখন আমি
দিনের বেলায় ঘুমায়।।
তোমাকে রাখতে গিয়ে সচল,
দিনে দিনে আমি হচ্ছি অচল।।
হে প্রিয় ফেসবুক,
তোমাকে চালাতে হায়
আমার জমানো টাকা গুলোই না।।
তুমি কি শেখালে নেশা,
বাদ দিয়েছি আমার আসল পেশা।।