আনিসুর রহমান: আসন্ন সিএন্ডএফ এসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে সম্মিলিত ঐক্যজোটের মনোনীত জামান-সবুজ প্যানেলের পরিচিতি সভা গতকাল চট্টগ্রামের হল ২৪ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সায়েদুজ্জামান খান বলেন, ব্যবসা সহজীকরণ আজ সময়ের দাবি। জাতীয় অর্থনীতির স্বার্থে ব্যবসার ব্যয় ও সময় হ্রাস করতে হবে। সিএন্ডএফ এজেন্টদের দাবি, দ্রুত শুল্কায়ন ও পণ্য খালাসের সাথে ব্যবসার সহজীকরণ অঙ্গাঙ্গীভাবে জড়িত। কাস্টমস ও বন্দরে ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়ার অঙ্গীকার নিয়ে সমমনা পরিষদ যাত্রা শুরু করেছিল। এই ধারাকে স্থায়ী ও কার্যকর রাখতে ‘জামান-সবুজ” পরিষদ অতীতের মতই সোচ্চার থাকবে। চিটাগাং সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নির্বাচনের সম্মিলিত ঐক্যজোট প্যানেল প্রার্থীরা সম্মিলিত ঐক্যজোট (সম্মিলিত পরিষদ, সচেনত পরিষদ, সমন্বয় পরিষদ,) প্যানেলের সভাপতি পদে মোহাম্মদ সায়েদুজ্জামান খান সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক সবুজ।
সভায় উপস্থিত ছিলেন ১ম সহ- সভাপতি খন্দকার লতিফুর রহমান(আজিম) ২য় সহ-সভাপতি আবু সালেহ ৩য় সহ-সভাপতি নুরুল আবছার।
১ম যুগ্ন-সাধারণ সম্পাদক পদে শংকর সেনগুপ্ত, ২য় যুগ্ন-সাধারণ সম্পাদক, নুরুল আবছার। অর্থ সম্পাদক মোঃ সাইফুদ্দিন, কাস্টমস বিষয়ক সম্পাদক,আহমাদ শাহীদ উদ্দিন,সহ-কাস্টমস বিষয়ক সম্পাদক,মোঃ এনামুল করিম(বাচ্চু) সহ-কাস্টমস বিষয়ক সম্পাদক সারাফত উল্যাহ ( শিপন)
বন্দর বিষয়ক সম্পাদক, মোঃ মোর্শেদ আলী,১ম বন্দর সহ- সম্পাদক, আবদুল করিম,২য় বন্দর সহ- সম্পাদক, মাহামুদুল হাসান, প্রযুক্তি প্রশিক্ষণ ও আইন
বিষয়ক সম্পাদক, এডভোকেট এমরান উদ্দীন স্বপন, প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক,শওকত আকবর, সাংস্কৃতিক সমাজ কল্যান বিষয়ক সম্পাদক,শফিউল আজম খান, নির্বাহী সদস্য পদে মোঃ এম,নুর মোহাম্মদ ,মোঃ আলতাফ হোসেন ভূঞা,মোঃ ওসমান গণি চৌধুরী, মোঃ শেখ জাকির হোসেন,মোঃ মনিরুজ্জামান,মোঃ এস,এম ফরিদুল আলম, মোঃ রকিব-উল-আমীন ভূইয়া,মোঃ সিরাজুর ইসলাম, হাজী মোঃচান্দু মিয়া, মোঃ জাকির হোসেন চৌধুরী,মোঃ গোলাম নবী মোঃ,হুমাইন কবির প্রমুখ।
চিটাগাং সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সদস্যবৃন্দ- যাদের অক্লান্ত পরিশ্রমে সচল থাকে জাতীয় অর্থনীতির চাকা। রাষ্ট্রীয় উন্নয়নের কাজে গতিধারা অব্যাহতভাবে চলমান রাখতে যারা একনিষ্ঠ ভুমিকা রাখেন, তাদের মান মর্যাদা ও অস্তিত্ব রক্ষায় এই সম্মিলিত ঐক্যজোট প্যানেল প্রার্থীরা কাজ করবেন। আমরা পরির্বতনের বার্তা নিয়ে গতানুগতিক নেতৃত্বের বেড়াজাল ছিন্না করবে এই সম্মিলিত ঐক্যজোটের লক্ষ্য।
অনুষ্ঠানে সম্মিলিত ঐক্যজোট মনোনীত প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওমর ফারুক সবুজ,।
প্যানেলের সভাপতি মো: সায়েদুজ্জামান খান বলেন, সমস্যার তাৎক্ষণিক সমাধান আমাদের অঙ্গীকার।
আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা শুধু ব্যবসায়ীদের জন্য নয়; পুরো দেশের সামগ্রিক বাণিজ্য প্রবাহের শৃঙ্খলাকেই ক্ষতিগ্রস্ত করে। দেশের শিল্প তথা কর্মসংস্থানকেও বাধাগ্রস্ত করে।