ঢাকা রিপোর্টার্স ইউনিটি হলে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গঠিত দল নাগরিক ঐক্যের ঘোষণাপত্রের উপর অালোচনা সভা অনুষ্ঠিত।
ঘোষনাপত্র মানবিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ঘোষনা। সভায় সভাপতি মাহমুদুর রহমান মান্না, উপদেষ্টা এস এম অাকরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধিকার সভাপতি অধ্যাপক সি অার অারবার, ড. রাশেদ অাল মাহমুদ তিতুমীর, বিকল্প ধারার একাংশের সভাপতি নুরুল অামিন বেপারী ও অন্যান্য।