আনিসুর রহমানঃ দেড়যুগ পরে হলেও আদর্শবান ছাত্রলীগ পেলো সাতকানিয়া উপজেলার নতুন কমিটিতে। যার আদর্শ মুখরিত খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগ।
মোহাম্মদ মোরশেদ আলম সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সহ-সম্পাদক পদে উঠে এসে, মুজিবীয় আদর্শে ছাত্রলীগ করার আশা প্রকাশ করেছেন খাগরিয়া ইউনিয়ন তথা ৬ ইউনিয়নের ছাত্র সমাজকে।
মোহামম্দ মোরশেদ আলম চট্টগ্রামের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত আছেন। যিনি চর খাগরিয়া খাদিম আলী চৌধূরী উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন সময়েও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। যার ছোটবেলা থেকে মুজিবীয় আদর্শ লালন করে এসে, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে স্হান পেয়েছে। এই নিয়ে আনন্দ মুখরিত হলো, খাগরিয়া তথা ৬ ইউনিয়নের ছাত্র সমাজ।