প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার সাখাওয়াত হোসেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাংলাদেশ অাওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, কেন্দ্রীয় কমিটি,
বিশেষ বক্তা হিসোবে উপস্থিত ছিলেন, প্রদ্যুৎ কুমার সরকার সভাপতি রাজশাহী জেলা বাংলাদেশ অাওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, সজিব কুমার দাস সাধারণ সম্পাদক বাংলাদেশ অাওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ,রাজশাহী মহানগর, ডা. মোঃ লুৎফর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ অাওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, রাজশাহী জেলা,
মোঃ রবিউল অাওয়াল লিটন সিনিয়র সহ-সভাপতি
বাংলাদেশ অাওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, রাজশাহী মহানগর, অাবু জাফর মোঃ ফজলুল বারী, সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ অাওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, রাজশাহী মহানগর
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অালমঙ্গীর খন্দকার সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ অাওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটি, মোঃ জাহিদ হাসান,দপ্তর সম্পাদক বাংলাদেশ অাওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, কেন্দ্রীয় কমিটি, জনাব ঈসমাইল হোসেন বাংলাদেশ অাওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, এসময়
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, *অাদর্শ *চেতনা *মুক্তি এই শ্লোগানকে সামনে রেখে, অনুষ্ঠানে গঠনমূলক ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা, অাগামীতে ডিজিটাল সোনার বাংলাদেশকে গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে,বাংলাদেশ অাওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে কাজ করে যাবে বাংলাদেশ অাওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ।
দীর্ঘ ১২ বছরে অামাদের এই সহযোগী সংগঠন হিসেবে অামাদের অবদান অনেক ,সংগঠনকে সফলতার শীর্ষে নিয়ে যেতে চান তিনি, অাজকে নেতৃত্বের প্রতিযোগিতায় ভালো কাজ করে টিকে থাকার কথা ও বলেন তিনি। তাছাড়া অারো
উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শাখার সিনিয়র সহ-সভপতি ডাঃ অসীম কুমার, অধ্যাপক রহমতউল্লাহ,
সৈকত দাস, ওবায়দুর রহমান মিলু,নাহিদ হাসান,জুযায়ের টনি, নাজমুস সাদাৎত, রিতা অাহমেদ, রাশেদ, সোহান, শাহীন, শফি ডাঃ মুস্তাক মেম্বার সহ
রাজশাহী জেলা,থানা, ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী, সুশীল সমাজ, মিডিয়া ব্যাক্তিবর্গ প্রমুখ।