অনলাইন ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ নির্বাচনে ফলাফল আসতে শুরু হরেছে। উত্তরের ১২৯৫ কেন্দ্রের মধ্যে ১১৪ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ৭৪ হাজার ১৫০ এবং লাঙ্গল প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী শাফিন আহমেদ পেয়েছেন ৩ হাজার ৮১ ভোট।
বিভিন্ন কেন্দ্র থেকে পাঠানো ফলাফল সমন্বয় করে ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা।
সূত্র- বিডি-প্রতিদিন