আনিসুর রহমান: আমরা লড়ছি পরিবর্তনের জন্য এই স্লোগান নিয়ে মাঠে নেমেছে চিটাগাং সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নির্বাচনে ২০১৯-২০২১ সম্মিলিত ঐক্যজোট প্যানেল প্রার্থীরা।
সম্মিলিত ঐক্যজোট (সম্মিলিত পরিষদ, সচেনত পরিষদ, সমন্বয় পরিষদ,) প্যানেলের সভাপতি পদে মোহাম্মদ সায়েদুজ্জামান খান সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক সবুজ।
১ম সহ- সভাপতি খন্দকার লতিফুর রহমান(আজিম) ২য় সহ-সভাপতি আবু সালেহ ৩য় সহ-সভাপতি নুরুল আবছার।
১ম যুগ্ন-সাধারণ সম্পাদক পদে শংকর সেনগুপ্ত, ২য় যুগ্ন-সাধারণ সম্পাদক, নুরুল আবছার। অর্থ সম্পাদক মোঃ সাইফুদ্দিন, কাস্টমস বিষয়ক সম্পাদক,আহমাদ শাহীদ উদ্দিন,সহ-কাস্টমস বিষয়ক সম্পাদক,মোঃ এনামুল করিম(বাচ্চু) সহ-কাস্টমস বিষয়ক সম্পাদক সারাফত উল্যাহ ( শিপন)
বন্দর বিষয়ক সম্পাদক, মোঃ মোর্শেদ আলী,১ম বন্দর সহ- সম্পাদক, আবদুল করিম,২য় বন্দর সহ- সম্পাদক, মাহামুদুল হাসান, প্রযুক্তি প্রশিক্ষণ ও আইন
বিষয়ক সম্পাদক, এডভোকেট এমরান উদ্দীন স্বপন, প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক,শওকত আকবর, সাংস্কৃতিক সমাজ কল্যান বিষয়ক সম্পাদক,শফিউল আজম খান, নির্বাহী সদস্য পদে মোঃ এম,নুর মোহাম্মদ ,মোঃ আলতাফ হোসেন ভূঞা,মোঃ ওসমান গণি চৌধুরী, মোঃ শেখ জাকির হোসেন,মোঃ মনিরুজ্জামান,মোঃ এস,এম ফরিদুল আলম, মোঃ রকিব-উল-আমীন ভূইয়া,মোঃ সিরাজুর ইসলাম, হাজী মোঃচান্দু মিয়া, মোঃ জাকির হোসেন চৌধুরী,মোঃ গোলাম নবী, মোঃ হুমায়ন কবীর, চিটাগাং সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সদস্যবৃন্দ- যাদের অক্লান্ত পরিশ্রমে সচল থাকে জাতীয় অর্থনীতির চাকা। রাষ্ট্রীয় উন্নয়নের কাজে গতিধারা অব্যাহতভাবে চলমান রাখতে যারা একনিষ্ঠ ভুমিকা রাখেন, তাদের মান মর্যাদা ও অস্তিত্ব রক্ষায় এই সম্মিলিত ঐক্যজোট প্যানেল প্রার্থীরা কাজ। আমরা পরির্বতনের বার্তা নিয়ে গতানুগতিক নেতৃত্বের বেড়াজাল ছিন্না করবে এই সম্মিলিত ঐক্যজোটের লক্ষ্য।
mature dating
free datingwebsites