শীতের আমেজ
তাহামিদা খাতুন আঁখি
শীতের সকালে ঘুম থেকে উঠার
পরে যেন কিছুই দেখা যাচ্ছে না,
চারেদিকেই কুয়াশায আচ্ছন্ন্য,
যত দূর চোখ যায় মনে হচ্ছে শুধু কুয়াশার চাদর পড়ে আছে যেন।
ঘাস গুলোর উপর বিন্দু বিন্দু শিশিরের জল রাশী।
পা ফেল্লেই পা ভিজে যাচ্ছে, সূর্যের আলো পড়া মাত্র,
জানি ঝল মল করছে চারিধার,
সন্ধ্যা না হতেই আবার কুয়াশায়
ঘিরে ধরেছে যেন,জোনাকিরা
মিট মিট করে জ্বলছে , কি সুন্দর
একটা আমেজ,
এসো হাত দুটো বারাও
ধর এই হাত, দেখো একবার,
দেখো ধরনীর কি আর্কসন,
তোমাকে সম্মহিত করবে,
তোমাকে পাগল করেদিবে
তার আকর্ষনে।
চোখ মেলে দেখো একবার।।