কবিতা: আবদ্ধ মন
কবি: তাহামিদা খাতুন আঁখি
আবদ্ধ মন কেমন জানি
ছুটা ছুটি করছে
মেঘের মত,একবার এদিক
আর একবার ওদিক।
পাখির মত উড়াল দিতে
চাইছে আকাশে।
যদি দেখা পাই —-?
মন চাইছে পুরো আকাশটা
এক বার চক্কর লাগাই,
কিন্ত আকাশে খুব মেঘ,
অন্ধকার করে এসেছে,
আমার মেঘ দেখলেই ভয় করে।
কালো মেঘ তোমায় দেখতে
দেয়না আমায়,
আমি চাইনা আকাশ
কালো মেঘে আসুক
আর আমার চোখে বৃষ্টি নামুক,
আমি চাই সোনালী রংঙ্গে আলোকিত আকাশ,বাতাস,
বকের মতো সাদ পরিস্কার আকাশ, আমি উড়বো তোমার
দেখা পাবার আসে।।