কবিতা: তুমি এলে তাই
কবি: তাহামিদা খাতুন আঁখি
সূর্য মুখি ফুলের মতো
তুমি এলে আমার ধুসর জিবনে,
পুরো পৃথিবিটা সূর্যের মতো
আলোকিত করে।
আনলে আমায় আলোয়,
তুমি এসেছো এক বিসাল
হৃদয় ভরা ভালোবাসা নিয়ে,
দুহাত বাড়িয়ে আমার দিকে।
আমার প্রতিটি স্বপ্নে দিচ্ছো
তোমার হাতের আলতো ছোয়া
রং ও প্রণ পাচ্ছে আমার স্বপ্নো
তোমার বুকের এক কোনে দিয়ে
আমায় করেছো ধণ্য।
যা হারিয়েছে তার চেয়ে
পেয়েছি অনেক বেশি কিছু
আমি তোমাতে মুগ্ধ, বিমহীত,
আবেগে আপ্লুত ক্ষণে ক্ষণে,
ধণ্য আমি তোমাতে সমর্পণে।।