যাও তুমি যাও
৷। তাহামিদা খাতুন ( আঁখী)।।
যাও তুমি চলে যাও
আমি দিগন্তের শেষ সীমানায়
দাড়িয়ে তোমার চলে যাওয়া দেখবো।
আমি গ্রীষ্মের খরা তাপে দাড়িয়ে
তোমার চলে যাওয়া দেখবো,
যাও তুমি চলে যাও।
আমি শীতের কুয়াশার চাদর
মুড়ি দিয়ে তোমার চলে যাওয়া দেখবো।
যাও তুমি চলে যাও,
সকল স্মৃতি সকল অধিকার
একে বারে তুলে নিয়ে যাও
হারিয়ে যাও মহাকাল থেকে মহাকালে দিকে
যাও তুমি চলে যাও
আমি তোমার চলে যাওয়াই দেখবো।।