দুই প্রতিবন্ধী ভাই মনির এবং নয়ন-এর জীবন কাহিনি নিয়ে ‘আমরা ভাবনা’ চ্যানেলে আসছে ডকুমেন্ট ‘সুখেরও লগিয়া’ নামে একটি ডকুমেন্ট। যে ডকুমেন্টে আমাদের ব্যক্তি জীবনের, সমাজ জীবনের এবং বিবেকের অনেক প্রশ্নের উত্তর খোজে পাবেন ‘সুখেরও লাগিয়া’ ডকুমেন্টে। দুই ভাই মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে দুই ভাইকে পড়াচ্ছেন এবং বৃদ্ধ বাবা-মা’র চিকিৎসার ব্যয়ভার বহন করছেন। এমনই একটা জীবন কাহিনি নিয়ে তৈরি করা হয়েছে ডকুমেন্টরি। ডকুমেনটরি Trailer আপলোড করা হয়েছে ‘আমার ভাবনা’ চ্যানেলে।
‘সুখেরও লাগিয়া’ ডকুমেন্টটির গ্রন্থণা, গবেষণা ও উপস্থাপনা করেছেন মোঃ মাজহারুল ইসলাম।তিনি একাধারে লেখক, কলামিস্ট, সমাজকর্মী এবং ‘আমার ভাবনা’ চ্যানেলের সিইও। চিত্রগ্রহণ করেছেন মোঃ সাইদুল ইসলাম এবং সম্পাদনা করেছেন মোঃ অহিদুল ইসলাম। ইউটিউব চ্যানেলের মধ্যে ব্যতিক্রমর্ধী একটি চ্যানেলের নাম ‘আমার ভাবনা AMAR BHABNA’. `Be Honest Develop Yourself’—এই শ্লোগানটি ধারণ করে উক্ত চ্যানেলটি প্রতিষ্ঠিত। চ্যানেলটি বিভিন্ন বিষয়ের উপর প্রতিবেদন, গরীব অসহায় মানুষের সুখ দুঃখের কথা, ডকুমেন্টরি, সচেতনতামূলক নাটিকা আপলোড করে থাকে।
চ্যানেলের লিঙ্ক t https://www.youtube.com/channel/UC4pqVlMo47v8uv3XgPGkBwQ
‘সুখেরও লাগিয়া’-ডকুমেন্ট-এর Trailer- দেখতে ঃ https://youtu.be/VvJnkHYNRHM