সোহেল রানা জয়: নওগাঁ সদর উপজেলায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বন্ধু নওশাদ আলীর ছুরিকাঘাতে শেখ রানা (১৯) নামে আরেক বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার ( ১৪ ডিসেম্বর ) বিকেলে সদর উপজেলার খাশঁ নওগাঁ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা ওই এলাকার শেখ মানিকের ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে বলেন, বিকেলে ব্যাডমিন্টন খেলা নিয়ে তাদের কয়েক বন্ধুর মধ্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে নওশাদ আলী ছুরিকাঘাত করেন শেখ রানাকে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।