মোঃ মহিদুল ইসলাম ( চৌগাছা প্রতিনিধি)
যশোরের চৌগাছায় ডিভাইন সেন্টার আয়োজন করেছে শিশুদের জন্য মিনি বিনোদন কেন্দ্র। ডিভাইন কোঃ লিঃ এর মালিক বিশিষ্ঠ শিল্পপতি, জনাব হাসানুর জামান রায়হান (রায়হান সাহেব)চৌগাছার শিশুদের কথা মাথায় রেখে উন্মুক্ত বিনোদনের আয়োজন করেছেন।
সরেজমিন ডিভাইন সেন্টারে যেয়ে দেখা যায়,
বিকাল হবার সাথে সাথে বাবা-মা তাদের ছোট সোনা মনিদের সাথে নিয়ে চলে আসে ডিভাইন সেন্টারে।
ডিভাইন কোঃ লিঃ চৌগাছা এরিয়া ম্যানেজার জনাব সাগর জানান,
আমরা চৌগাছার শিশুদের কথা মাথায় রেখে কিছু বিনোদনের ব্যবস্থা করেছি,তবে আগামিতে শিশুদের জন্য আরো ভালো কিছুর আয়োজন করবো, যেন চৌগাছার শিশুরা বাড়তি কিছু বিনোদন পায়।
চৌগাছা বাজারের ব্যবসায়ি রাসেল মাহমুদ জানান, আমি মাঝে মাঝে বিকাল বেলা আমার ছোট বাচ্চাদের কে সাথে নিয়ে বিনোদনের জন্য ডিভাইন সেন্টারে আসি।
বাচ্চাদের জন্য বিরাট এক বিনোদনের ব্যবস্থা করেছেন ডিভাইন সেন্টার।