এতে জড়িত ইমরান (১৭) নামে আরেক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির বলেন, ক্যারম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত ফরহাদকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের সৈয়দ বলেন, ক্যারম খেলাকে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে হাতাহাতি হয়। পরে এ ঘটনার জেরে ফরহাদকে ছুরিকাঘাত করে ইমরান। এরপর অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়েছে।