আনিসুর রহমানঃ চট্টগ্রাম জেলা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড ব্যাংকে বিকাল ৫টায় শিশু রবিউল হাসানকে রক্ত দানের মধ্যে দিয়ে নৌকা প্রচারনা শুরু করেন বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী।
কৈয়ুম চৌধুরী বলেন: মানব সেবাই আমাদের কাজ তা হোক রক্ত দিয়ে না হয় জীবন বাঁচিয়ে আমার পরিবারের এইটায় কর্ম।
শিশু রবিউল হাসানের পিতা আনিসুর রহমান কৈয়ুম চৌধুরী তার ছেলেকে রক্ত দিবে শুনে আবেগকণ্ঠে বলেন “কৈয়ুম চৌধুরী যেমন আমার ছেলেকে রক্ত দিয়ে জীবনদানের কাজে এসেছে টিক তেমনি তিনি চন্দনাইশবাসীকে একটি সুন্দর চন্দনাইশ উপহার দিতে পারবেন।”