রবিবার ২৫ নভেম্বর বিকাল আনুমানিক সাড়ে ৪টার সময় পাইনদং-হেঁয়াকো সড়কের পাইনদং তাজুরঘাটা স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল যোগে তিন বন্ধু মিলে ফটিকছড়ি সদরের দিকে যাওয়ার পথে তাজুর ঘাটা এলাকায় পোছালে উত্তর দিক থেকে অাসা তেলবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অারিফের মৃত্যু ঘটে, স্থানীয়রা ঘটনাস্থল থেকে মাসুদকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহত মাসুদ পাইন্দং ইউনিয়নের ফয়েজ অাহমদ সওদাগর বাড়ীর জৈনক আবুল বশরের ছেলে এবং অারিফ একই বাড়ির অাবু অাহমদের ছেলে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত মিজানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।