গাইবান্ধার প্রান কেন্দ্র বালসীঘাঠে চলছে দ্রুত বাস টার্মিনাল নির্মানের কাজ। এতে করে উত্তরাঞ্চলের মানুষ অতি সহজেই বালাসীঘাট থেকে বাহাদুরাবাদঘাট হইতে ইসলামপুর দেওয়ানগঞ্জ,জামালপুর, ও ময়মনসিংহ থেকে ঢাকা অতি সহজে যেতে পারবে।এতে সময় যেমন বাঁচবে তেমনিভাবে যাএীরা নিরাপদে এবং সহজেই যাএা করতে পারবে।
এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ সংসদের মাননীয় ডেপুটি স্পীকার জনাব আলহাজ্জ ফজলে রাব্বী মিয়া (এমপি)।