শনিবার বিকালে গাইবান্ধা দিল্লি বিরানি হাউজে অনলাইনে চিকিৎসা পরামর্শ নিশ্চিত করণ মুলক প্রতিষ্ঠান হ্যালো ডাক্তার বিডি গাইবান্ধার আয়োজনে এরিয়া ম্যানেজারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।হ্যালো ডাক্তার বিডি গাইবান্ধার প্রধান উপদেষ্টা ফারহান শেখের সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজা এ,কে,এম সালাহউদ্দিন কাশেমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ম্যানেজার জিয়ারুল হক,রংপুর জেলা আার এম আনিছুর রহমান,গাইবান্ধা জেলা আর এম বকুল মিয়া ও মাইদুল ইসলাম,এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান সরকার মিলন রানা সরকার প্রমুখ।