জেল হত্যা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা যুবলীগের উদ্যোগে আজ ৩ নভেম্বর শনিবার স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক জনসমাবেশের আয়োজন করা হয়েছে।

জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, সদর থানা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা যুবলীগ সভাপতি আবু বকর কাজল, যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ হারুন, মুকুল মিয়া, পৌর যুবলীগ আহবায়ক আশরাফুল আলম, যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ পলাশ, রকি দেব প্রমুখ। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।