রুপদিয়া-যশোর প্রতিনিধিঃ দেশব্যাপি চলছে পরিবহন শ্রমিকদের ৮ দফা দাবির প্রক্ষিতে ৪৮ ঘন্টার অবরোধ। তার অংশ হিসেবে যশোর খুলনা মহাসড়কের রুপদিয়া অবস্থান নেয় পরিবহন শ্রমিকরা ঘটনাক্রমে রাত ৮ টার দিকে বিপরিত দিক থেকে যশোর মুখি একটি ডিবি পুলিশের প্রাইভেট কার যাচ্ছিলো, প্রাইভেট কারটা অবরোধ করে থামিয়ে ভাংচুর এবং পুলিশকে মারধর করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়।
পরবর্তিতে পুলিশ পাল্টা আক্রমণ চালায় এতে আহত হয় ৫ অবরোধকারি, সেই সাথে ঘটনাস্থল হতে গ্রেফতার করা হয় ৪ সন্দেহভাজন কে। এর মধ্যো ২ জন ব্যাবসায়ী ও রয়েছে।