মোঃ মহিদুল ইসলাম, চৌগাছা, যশোরঃ যশোরের চৌগাছা উপজেলা এখন সৌর বিদ্যুতে আলোকিত। সন্ধা হওয়ার সাথে সাথে জ্বলে ওঠে গ্রামের মোড়ে মোড়ে সৌর বাতি।
এক সময় যেখানে মানুষ অন্ধকারে যেতে ভয় পেতো আজ সেখানো লাগানো আছে সোলার পেনেল। কোন ঝামেলা ছাড়ায় সন্ধা হলেই অটোমেটিক জ্বলে ওঠে আলো। এখন রাত হলে বোঝার উপায় নেই কোনটা গ্রাম আর শহর।
সৌর বিদ্যুৎ শুধু গ্রাম বা শহরের রাস্তা ঘাটেই নয় আলোকিত করেছে মসজিদ, মন্দির, স্কুল ও কলেজ।
মাননীয় প্রাধানমন্ত্রীর ১০০ ভাগ বিদ্যুতের আওতায় এই সৌর বিদ্যুত মানুষের ঘরে ঘরে পৌচ্ছানো হচ্ছে।
মাননীয় প্রাধানমন্ত্রীর ১০০ ভাগ বিদ্যুতের আওতায় এই সৌর বিদ্যুত মানুষের ঘরে ঘরে পৌচ্ছানো হচ্ছে।
সৌর বিদ্যুতের অগ্রগতি জানতে চৌগাছা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সি এ মোঃ শিমুল রহমান বলেন, উপজেলা চেয়ারম্যান স্যার উপজেলার প্রতিটি ছোট বড় বাজার সহ মসজিদ এমন কি মন্দিরের সৌর বাতি দিয়েছেন যেন মানুষ ভালো ভাবে চলা ফেরা করতে পারে।
তিনি আরোও বলেন, আগামি বাজেটে আরো সৌর বিদ্যুতের চাহিদা দিয়েছি।