আশরাফুল আলম :ময়মনসিংহ “টেকসই উন্নয়ন স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ,হাত ধোব নিয়মিত থাকবে সবাই স্বাস্থ্যসম্মত” এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে আজ সোমবার এক র্যালি ও আলোচনা সভা উপজেলা সভা কক্ষে অনুষ্টিত হয়।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার সারমিন সুলতানা এর নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন,উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন প্রমুখ। র্যালি শেষে এক আলোচনা সভা ইউএনও সারমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা হল রুমে অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, ইউপি চেয়ারম্যান মোঃআব্দুল জব্বার,মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।