আশরাফুল আলম: ময়মনসিংহে তারাকান্দায় দূর্গা পূজা মন্ডপে রং ও কাঁদা ছুড়াছুড়ি বিরোধের জের ধরে তারাকান্দা উপজেলার পল্লীতে শারদীয় দুর্গাপূজার মন্ডপ ঘর ভাংচুরের ঘটনায় জাকারুল ইসলাম (১৮) নামে একজনকে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ। এ ব্যাপারে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘত ও মন্ডপ ঘর ভাংচুরের অভিযোগে তারাকান্দা থানায় একটি মামলা হয়েছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার বিকালে তারাকান্দা উপজেলার হরিয়াতলা গ্রামে নিরঞ্জন সরকারের বাড়িতে দুর্গাপুজা প্রতিমা বিসর্জনের আগে নৃত্য চলছিল। এ সময় হিন্দু সহপাঠি ছেলেরা হরিয়াতলা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে জাকারুল ইসলামকে নৃত্যে অংশ গ্রহণের জন্য আহবান জানায়। এক পর্যায়ে জাকারুলের শরীরে গায়ে রং ও কাঁদা ছুড়ে দিলে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবির্তক হয়। পরে মন্ডপের প্রতিমা বিসর্জন দিতে সবাই চলে গেলে জাকারুলের লোকজন এসে মন্ডপের ঘর ভাংচুর করে। এব্যাপারে দুলাল চন্দ্র সূত্র ধর বাদী জাকারুল সহ ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ বিরুদ্ধে মামলা দায়ের করলে তারাকান্দা থানা পুরিশ জাকারুল ইসলাকে পুলিশ গ্রেফতার করে।