লক্ষ্মীপুর অফিস: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৮নং কুষাখালী ইউনিয়নের শান্তির হাটের কৃষক মো:ফয়েজ আহম্মদ লাল তীর কোম্পানীর হাইব্রীড বেগুন `পার্পল কিং’স্থানীয় ডিলার রুহুল আমিন বীজ ভান্ডার থেকে নিয়ে প্রায়১২০ শতক জমি চাষ করেন। যাতে তার খরচ পড়ে প্রায় ৬০হাজার টাকা।কিন্তু বেগুন বিক্রি করেছেন ৩লাখ টাকার এবং আরো ১লাখ টাকার বেগুন বিক্রি করতে পারবেন।
উক্ত জমি পরিদর্শন করেন লাল তীর ডিবিশনাল ম্যানেজার ও অনুষ্ঠানের প্রধান অতিথি মনিরুল ইসলাম স্বপন, বিশেষ অতিথি রিজিওনাল ম্যানেজার কামাল হোসেন মামুনের উপস্থিতিতে সবজি প্রদর্শন মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ডিলার মোঃ দিদার।অনুষ্ঠানটি পরিচালনা করেন কোম্পানীর টেরিটোরি ম্যানেজার মি.পাবেল সাহা।
প্রধান অতিথি তার বক্তব্যে কৃষকদের বেশী করে লাভজনক সবজি চাষ করা ও লালতীর কোম্পানির লাউ,শসা,বেগুন ও করলাসহ অন্যান্য বীজ লাগানোর পরামর্শ প্রদান করেন।