এশিয়া কাপের ফাইনালে পরাশক্তি ভারত এবং অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রাণবন্ত ও উত্তেজিত খেলা উপহার দিয়ে দেশে ফিরেছেন টাইগাররা।
শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন দলপতি মাশরাফি বিন মুর্তজা ও তার দল।
এবার এশিয়া কাপের ফাইনালে ভারতকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে মাত্র ২২২ রান করেও ভারতকে সহজ জয়ে মাঠ ছাড়তে দেননি লড়াকু মাশরাফি ও তার সৈন্য সামন্তরা। মাশরাফি, রুবেল, মোস্তাফিজের মুহুর্মুহু পেস তোপ এবং নাজমুল ইসলাম অপুর স্পিন জাদু ওভারের শেষ বলটি পর্যন্ত ভারতকে ক্রিজে থাকতে বাধ্য করেছে।