মোঃ রবিউল অালম, চাঁদপুরঃ চাঁদপুরে,এসআই/ মোঃ মামুনুর রশিদ সরকার মামুন ডিবি, চাঁদপুর এর নেতেৃত্বে এসআই/ মোহাম্মদ আল আমিন, ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানাধীন জেলা পরিষদের সামনে চা দোকানের সামনে হতে
০১। মোঃ সুমন গাজী (৩৮), পিতা-মৃত নুরুজ্জামান গাজী, মাতা- মৃত মালেকা বেগম, সাং- বিষ্ণুদী(মৃত সোনা উদ্দিন গাজী বাড়ী), ০২। মোঃ মোবারক হোসেন জমাদ্দার(২০), পিতা- আবুল হোসেন জমাদ্দার, মাতা- সাজেদা বেগম, সাং- শিলন্দিয়া(জমাদ্দার বাড়ী),
০৩। মোঃ বেলাল হোসেন সুমন গাজী(৩০), পিতা- মোঃ সোলাইমান, সাং- খলিসাডুলী, (মোলাম খানের বাড়ীর পার্শ্বে, পুলিশ লাইনের পিছনে), সর্ব থানা ও জেলা- চাঁদপুরদেরকে গ্রেফার করে তাদের হেফাজত পৃথক পৃথকভাবে মোট ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উক্ত বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।