পদ্য কবিতাঃ বইয়ের চাপে ছোট্ট শিশু
সাঈদুর রহমান লিটন
১৯/০৯/১৮
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ছোট্ট শিশু যায় স্কুলে হেঁটে
কাঁধে নিয়ে থলি,
পিঠে পিঠে বইয়ের গাদি
দেখতে লাগে কুলি।
পড়তে বসে খোকাখুকি
বইয়ের পাহাড় দেখে,
মনে মনে ভয় পেয়ে যায়
আধাঁর দ্যাখে চোখে।
অবুঝ শিশু অবুঝ মেধা
হিসেবে না পায় কুল,
স্কুলের পরীক্ষা গুলোতে
করে নানা ভুল।
কোমল মেধায় বাঁধা পেয়ে
ভুলে বসে স্মৃতি,
বলো দেখি বইয়ের চাপে
কি হবে তার গতি?
পড়ার চাপে দিনে দিনে
পড়ে নানা রোগে,
পাশের ভয়ে সকল সময়
নানা চিন্তায় ভোগে।