১৭/০৯/২০১৮ইং তারিখ এসআই/মোঃ মামুনুর রশিদ সরকার মামুন ও এসআই/ এম শামীম আহমেদ ডিবি, চাঁদপুর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ থানাধীন ধানুয়া গ্রাম হতে আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন মিজি(৩২), পিতা- হাজী মোঃ সিরাজুল ইসরাম মিন্টু, মাতা- মৃত শাহিনা বেগম, সাং- প্রত্যাশি (মাদ্রাসা ওয়ালা মিজি বাড়ী), ওয়ার্ড নং- ০২, ০৯নং গোবিন্দপুর ইউপি, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন। আসামীর দেহ তল্লাশী করে তার হেফাজত হতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উক্ত বিষয়ে ডিবি‘র এসআই/এম শামীম আহমেদ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় এজাহার দায়ের করিতেছেন।