চট্টগ্রামে নিরাপদ সড়ক এবং নিহত দুই শিক্ষার্থীকে বাসচাপায় নিহতে দোষীদের বিচার দাবিতে নগরী শিক্ষার্থীকে বিক্ষোভ মিছিল করে।
আজ বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে নগরীর জামালখান
প্রেসক্লাবের এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল ও শ্লোগান দিয়ে চকবাজার গিয়ে সমাবেশে মিলিত হয়েছে।
সেখানে ছাত্ররা সড়ক দুর্ঘটনার জন্য নৌ পরিবহণমন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগের দাবিতে শ্লোগান দেয়।
এসময় জামালখান প্রেসক্লাবের সামনে বিক্ষোভ চলাকালে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। পুলিশ শিক্ষার্থীদের অনুরোধ করে রাস্তা অবরোধ না করে ফুটপাতে দাঁড়াতে।