আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর আওতাধীন লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটির ২০১৮-২০১৯ সেবা বর্ষের প্রথম সাধারণ সভা ১৩ জুলাই, শুক্রবার চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়।
ক্লাব সেক্রেটারি লিও মাঈনুল হাসান রিয়াদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন করেন ক্লাব সভাপতি লিও মো: শহীদুল্লাহ্ সজীব।
অনুষ্ঠানে অথিতি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটির প্রাক্তন সভাপতি লিও জায়েদ বিন আলী, সদ্য প্রাক্তন সভাপতি লিও সাইফুল ইসলাম।
এ সময় ক্লাবের বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে লিডারশীপের উপর ট্রেনিং সেশন নেন সদ্য প্রাক্তন সভাপতি লিও সাইফুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিল লিও মাকসুদা আক্তার রিমা, লিও সাদ্দাম হোসেন, লিও লিজা দাস, লিও মুন্না, লিও এ.কে খান, লিও সাইফুল ইসলাম শসা প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি