কল্পনা
সুজাতা দাস
একটা সুন্দর ভোর,
ভেসে আসা ভৈরবীর সুর;
ভোরের আবেশকে সুমধুর করে তোলে।
ছোট্ট টবে তৈরি,
গোলাপ গাছে ফোটা মিষ্টি ফুল;
জীবনকে সুগন্ধের আবেশে ভরিয়ে তোলে।
সোনার পাথর বাটি,
যা অলীক আর অকল্পনীয় বটে;
যা অধরাই থেকে যায় অনন্ত কাল ধরে।
একটা ভাসমান দ্বীপ,
যা জীবনের সাথেই তুলনা চলে;
কখনোও কী ঘর তৈরির স্বপ্ন দেখা যায় নিশ্চিন্তে।
একটা কালো মেঘের দল,
তাতে উড়ে যাওয়া একঝাঁক বকের সারি;
আকাশের চিত্রপট কে সুন্দর মূর্ছনাতে ভড়িয়ে তোলে।
ছোটবেলার ভালোবাসারা,
হারিয়ে যায় বড় হতে হতে সুদুরের ইতিহাসে;
অন্তঃস্থলে থেকে যায় রত্ন হয়ে হারিয়ে যায় না কিছুই।
শুধু থেকে যায় স্বপ্ন,
না পূরণ হওয়া কিছু আশা যা দেখি;
ঝরে যাওয়া বাসি ফুলের মতো কখনও ঝরাতে।।