আনিসুর রহমান(চট্টগ্রাম): চট্টগ্রামে সীতাকুন্ড থানার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: নাছির উদ্দিন ভূঁঞা সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল এলাকায় মীরসরাই হতে চট্টগ্রামগামী প্রাইভেটকার নং চট্ট: মেট্টো গ-১১-২২৪২ এ তল্লাশী চালিয়ে নীল রংগের পলিথিনে মোড়ানো ৩০টি প্যাকেটে মোট ২৫ কেজি গাঁজাসহ আটক করে।

আসামী ১: মো: মানিক(২৫) পিতা-মো: জামাল সাং-শাহীপাড়া (এবায়দুর রহমানের বাড়ী), কর্নেলহাট, ০২: আঃ আজিজ জুয়েল (২৪) পিতা-ইদ্রিস মিয়া সাং-জানারখিল, সোলেমানের বাড়ী, উভয় থানা-আকবরশাহ, সিএমপি, চট্টগ্রাম’দ্বয়কে আটক করে।
এ সংক্রান্তে সীতাকুন্ড মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের (সংশোধিত-০৪) ১৯(১) এর ৭(খ)/২১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।