মোঃ হারুনুর রশিদ,কচুয়া-চাঁদপুর প্রতিনিধিঃ বারৈয়ারা ডাচ্ বাংলা ব্যাংক,এজেন্ট ব্যাংকিং এর আপনি যেই সুবিধা সমূহ পাচ্ছেন।এই এজেন্ট ব্যাংক শাখা থেকে আপনি এবং আপনারা একাউন্ট খোলতে পারবেন।জরুরী প্রয়োজনে এবং সবসময় টাকা উঠাতে পারবেন।টাকা জমা দেওয়া, জমা টাকা উত্তোলন করতে পারবেন।এখানে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সকল শাখার টাকা পাঠানোর সুবিধা ও পাবেন।*গোপন নাম্বারে বিদেশ থেকে টাকা আনা এবং উঠানোর সুবিধা ও পাচ্ছেন।*স্হায়ী আমানত,ডিপি এস (*আকর্ষনীয় মুনাফা*) স্কুল ব্যাংকিং টাকা উঠাতে পারবেন।*এ.টি.এম বুথ থেকে আপনি/আপনারা দিন রাত ২৪ ঘন্টা টাকা উঠাতে পারবেন।সকাল ০৮টা হতে সন্ধ্যা ০৮ টা পর্যন্ত টাকা জমা ও উত্তোলন সুবিধা ও মনোনীত এক্সচেঞ্জ থেকে বিদেশের টাকা আসলেই ২% বোনাস পাচ্ছেন।