ফরিদগঞ্জ সংবাদদাতা- ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুরে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি নেত্রী, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক মহিলা সম্পাদিকা, চাঁদপুর কোর্টের আইনজীবি, নারী( মানবতার সংগঠন র ২০২০ সালে প্রতিস্টিত) চেয়ারম্যন এডভোকেট রোকেয়া বেগম শেফালী ভাটিয়ালপুরের শতাধিক অসহায় মানুষের জন্য ত্রান সামগ্রী বিতরন করেন।
তিনি চাল ডাল পেয়াজ তৈল সাবান সহ নিত্য প্রয়োজনীয় দ্রবাদি এলাকাবাসীর মাঝে বিতরন করেন ওনার পক্ষ হতে মোফাজ্জল হোসেন মোফা পাটওয়ারী,ফারুকুল ইসলাম বাবু,শাহআলম পাটওয়ারী সহ এসব সামগ্রী গরীব অসহায়দের হাতে তুলে দেন।।