হৃদয়ের দহন
জাফর ইকবাল
কোথায় কে আছে এমন- ভরিয়ে দিবে মন-
আজ মন মন্দির পুঁড়িছে অনলে,
কে আছে ঢালিবে জল-নিভাতে এই অনল-
পৌঁছেছে লেলিহান লাল হতে নীলে।
জ্বালাবে আর কত-সাড়া অন্তর জুড়েই ক্ষত-
হউক না সাঙ্গ এবার এ খেলা,
অরুণ্যে আগুন দেখি-হৃদয়ের দহন যে কি?
সহি কেমনে দ্বগ্ধ’তার এ জ্বালা!
যবে দেখি পিছন ফিরে-সেথাও আছ ঘিরে-
প্রস্ফুটিত গোলাপ হাতে দাঁড়িয়ে,
যদি উপরে তাঁকাই-তারা’দের মাঝে পাই-
আলিঙ্গনে হাত রেখেছ বাঁড়িয়ে।
ভালবাসার অমোঘ পরশে-ডাকিছ আমায় কাছে-
বল, কেমনে তোমায় ফেরাই?
না, এসো না আমার পানে-আমি যে পূণ্য স্নানে-
বল, বাঁধা ঠেলে কেমনে আগাই?
আঁধারেরও রং থাকে-জোনাকী’রা দেখে তাকে-
তবে কেন রং হীন জীবন আমার?
কোথা সে মহা দরবার-যেথা নিবে নালিশ আমার-
কোন মহারথী করিবে এই বিচার?
অবশেষে দেখার ছলে-আমায় যে কি দিয়ে গেলে-
তিলে তিলে গড়া বাঁধ ভাঙ্গিয়ে দিলে,
অত:পর দু ডানায় ভর করে-নীলিমায় গেলে উড়ে-
শূণ্য’তা দিয়ে গড়ানো মালা পড়িয়ে গলে।