তারুণ্য বিডি ২৪ ডটকম: গত ৮ই জুন ২০১৮ ইং তারিখে নগরীর বহদ্দারহাট এলাকার স্বনামধন্য খান কিচেনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “ট্যুরমেট ভ্রমণ বন্ধু পরিবার” এর অর্ধশতাদিক সদস্য এবং শুভাকাঙ্ক্ষী। উক্ত অনুষ্টানে “ট্যুরমেট ভ্রমণ বন্ধু পরিবার” এর শুভাকাঙক্ষীগণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি, ইতিহাস জানার জন্য এবং বাংলাদেশের ৬৪ জেলা সহ এবং বিভিন্ন দেশ ভ্রমণের লক্ষ্য নিয়ে নেমেছে “ট্যুরমেট ভ্রমণ বন্ধু পরিবার”। বক্তারা ভ্রমণের উপকারিতা, গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়া পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে পর্যটকদের ভূমিকা সর্ম্পকেও সচেতনতামূলক বক্তব্য রাখা হয়।
উক্ত অনুষ্টানের অংশ হিসেবে- নতুন টি-শার্ট উন্মোচন; দিন মজুর রিক্সা চালক ভাইদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।