যাদুর লাঠি
এম ডি সরকার
(সাহিত্য কথা পরিষদ এর ১৮ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। ১লা জুন ২০১৮ ইং সেরা কবিতা )
যাদুর মতো এমন একটা আয়না আমার চাই,
মুখের সাথে মনের সরূপ দেখতে যেনো পাই।
এমন একটা প্রদীপ যদি থাকতো আমার হাতে,
মনের আঁধার ঘুচে যেতো আলোর পূর্ণিমাতে।
মিথ্যা মাপার যন্ত্র যদি থাকতো আমার কাছে,
মিথ্যাবাদীর মুখোস কতো পড়তো ধরা পাছে।
বজ্রাঘাতের মতোই যদি কণ্ঠ আমার হতো,
আতঙ্কিত থাকতো ভয়ে সন্ত্রাসীরা কতো।
একটা রোবট থাকতো যদি কম্পাসেরই মতো,
প্রশাসনের দু-চোখ খুলে দিক ফেরানো হতো।
থাকতো যদি দুষ্টু নাশে একটা যাদুর লাঠি,
সেই লাঠিটার ভয়ে ত্রাসী থাকতো পরিপাটি।
প্রকৃতিকে বুঝতে যদি থাকতো সবার মন,
মানুষ মনে থাকতো কি আর পশুর বিচরণ?