সূর্য আমি
স্বাধীন বাবু
সূর্য হয়ে জ্বলবো আমি
জ্বলাবোনারে তোর ভূমি
আলোক দিবো অন্ধকার নয়
তোর ভুবন যদি পশর হয়
.
সাত আকাশ তারও উপরে
এতো দূরে তবু জানবে ওরে
রশ্মি হয়ে তোর কোষের ভিতরে
ভুল বুঝে যতই থাকিস দূরে-
.
একটা পৃথিবীর উপরে একটাই সূর্য
একটা আসমান তার দখলে
সেই আসমানের চাঁদ হবিরে
রাতে আলো ছড়াবি ঝলমলে
.
পাশাপাশি আছি জানিস
যেথায় রাখিস আমায়
তুই নদী হলে সাগর আমি
একই স্রোতে যাই হারায়
.
ভুল বুঝিনে প্রিয়া আমায়
আছি চোখের তারায়
তোর সাথে বাঁচি আমি
তুইহীনে মরতেও না চায়।